বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসা ( Homeopathy Treatment) খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারন হোমিওপ্যাথিক...
বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসা ( Homeopathy Treatment) খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারন হোমিওপ্যাথিক ঔষধ অন্যান্য ওষধের তুলনায় পার্শ্বপ্রতিক্রিয়া কম। ভারত ও বাংলাদেশে বহুকাল থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভিজ্জ বা সাধারণ রাসায়নিক পদার্থ থেকে কনসেনট্রেট হিসেবে এই হোমিওপ্যাথি ওষুধ প্রথম তৈরি করা হয় এবং চিকিৎসকরা গাইড বুকের নির্দেশ অনুযায়ী সেগুলি প্রয়োজন মতো লঘুকৃত করেন। বাংলা ভাষায় হোমিওপ্যাথি চিকিৎসার প্রচুর বইপত্র আছে এবং এগুলির ভিত্তিতে দেশে এই চিকিৎসা চলছে। এখন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন যায়গায় আনুষ্ঠানিক শিক্ষাদানের জন্য কয়েকটি হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ।আগের যুগে মানুষের মাঝে বিভিন্ন হারবাল চিকিৎসার প্রচলন ছিল। তারপর আসলো এ্লোপ্যাথি চিকিৎসা। কিন্তু বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার জনপ্রিয়তা বেশি। হোমিওপ্যাথি চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।বর্তমানে চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি ক্ষেত্র হোমিও চিকিৎসা।বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার মান ও হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ্লোপ্যাথি চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষের জ্ঞান কম কারন মানুষের জানার সুযোগ কম। তাই আমরা আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ও এর ঔষধ সম্পর্কে ভালো জ্ঞান অর্জনের জন্য এই অ্যাপটি তৈরি করেছি।বাজারে দেখবেন অনেক মোটা মোটা বই। এগুলোর মূল্য এতই বেশি যে সবার পক্ষে কেনা সম্ভব না। তাই আমরা আপনাদের সকলের কথা ভেবে বিনা মুল্যে এই হোমিওপ্যাথিক ওষধ নির্দেশনা এ্যাপটি তৈরি করেছি। বাজার থেকে হোমিওপ্যাথি বই কিনলেও দেখবেন এগুলো বেশিরভাগ-ই ইংরেজীতে, বাংলায় খুঁজে পাওয়া দুস্কর। ঠিক তেমনি ইন্টারনেটেও খুঁজে পাবেন না। আশাকরি আপনার কিছুটা হলেও এ্যাপটি উপকারে আসবে।